তৃতীয় তিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৫৫ রান

তৃতীয় তিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৫৫ রান

আমাদের মেহেরপুর ডট কমঃ

ওয়েস্ট ইন্ডিজকে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৫৫ রান। ৫২৭ রানে ইনিংস ঘোসণা করা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ এখন মাত্র ৭২ রানে পিছিয়ে। আজ ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে খেলা শুরু করেছিল বাংলাদেশ। এরপর সারাদিনে ২৯২ রান তোলে আরও তিন উইকেট হারিয়ে। গতকালের অপরাজিত নাঈম ইসলাম সেঞ্চুরি করলেও সাকিব আল হাসান ৮৯ রান করে আউট হন। দিন শেষে অপরাজিত আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ৪২ ও নাসির হোসেন ৩৩ রানে। চার নম্বরে ব্যাটিং করতে নামা এই ব্যাটসম্যান ড্যারেন স্যামির বলে কট াবিহাইন্ড হন ১০৮ রান করে। সপ্তম টেস্ট  খেলতে নামা নাঈমের এটাই সর্বোচ্চ রান। এর আগে টেস্টে একটি অর্ধশতক ছিল তার। জাতীয় লীগে সিলেট ও খুলনার বিপক্ষে দারুণ দুটি শতক হাঁকিয়ে টেস্ট দলে জায়গা করে নেন নাঈম। তিনি সংযমের পরিচয় দিয়ে ২৫৫ বলে এ রান করেন। শতরান পুরো করেন ২২৮ বলে। তার ইনিংসে চারের মার ছিল ১৭টি। সাকিব ও নাঈম চতুর্থ উইকেটে ১৬৭ রান তুলে ফলোঅন এড়ানোর কাছাকাছি নিয়ে যান দলকে। এরপর নাঈম ও মুশফিক দলকে বিপদমুক্ত করেন। পঞ্চম উইকেটে এরা যোগ করেন ৭৬ রান। মুশফিক ৯৭ বলে ৪৭ রান করা অভিষিক্ত পেরমলের প্রথম শিকারে পরিণত হন। সফরকারীদের রবি রামপল ও৩টি ও স্যামি ২টি উইকেট নেন। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৪৮৮ রান। আশা করা হচ্ছে শুক্রবার বাংলাদেশ তাদের রেকর্ড ভাঙতে পারবে। বড় কোন বিপর্যয় না হলে এ টেস্টে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।

পাঠকের মতামত
খেলাধূলা