জ্বালানি তেল পরিবহণে যুগান্তকারী মেগাপ্রকল্প সিঙ্গেল পয়েন্ট মুরিং(এস পি এম)-এর নির্মাণ কাজ প্রায় শেষ।

জ্বালানি তেল পরিবহণে যুগান্তকারী মেগাপ্রকল্প সিঙ্গেল পয়েন্ট মুরিং(এস পি এম)-এর নির্মাণ কাজ প্রায় শেষ।

জ্বালানি তেল পরিবহণে যুগান্তকারী মেগাপ্রকল্প সিঙ্গেল পয়েন্ট মুরিং(এস পি এম)-এর নির্মাণ কাজ প্রায় শেষ। বছরের মাঝামাঝি থেকে শুরু হবে বাণিজ্যিক কার্যক্রম।

এতদিন আমদানি করা জ্বালানি তেল বড় জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারি ট্যাংকে পৌঁছাতে সময় লাগত লাগত ১১/১২ দিন। এসপিএম চালু হলে সময় লাগবে মাত্র ৪৮ ঘন্টা। এতে বছরে দেশের ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে।

এছাড়াও ৬টি বিশালাকার স্টোরেজ ট্যাঙ্ক বাংলাদেশের তেল মজুদ সক্ষমতাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।

অর্থ-বাণিজ্য বাংলাদেশ সর্বশেষ