কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির ব্যানারে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে  অবস্থান  কর্মসূচী  পালন  —  ছাত্রলীগের হামলা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির ব্যানারে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচী পালন — ছাত্রলীগের হামলা

আমাদের মেহেরপুর ডট কমঃ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালিয়েছে ভিসিপন্থী ছাত্রলীগ   কর্মীরা।হামলায় শিক্ষক ও সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছেন।  অবস্থান    কর্মসূচী অংশ নেওয়া কয়েকজন শিক্ষক জানান, আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ও ভেতরে শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকেরা অবস্থান   কর্মসূচী  পালন করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের নেতৃত্বে একটি মিছিল প্রশাসনিক ভবনের দিকে যায়। মিছিলে অনেক বহিরাগত লোকও ছিল।  মিছিলটি প্রশাসনিক ভবনের ভেতরে বসে থাকা শিক্ষকদের  উভয় পক্ষে বাগবিতণ্ডা হয় । একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা শিক্ষকদের ওপর চড়াও হন। এতে অন্তত ৩০ জন শিক্ষক আহত হন। এ সময় প্রশাসন ভবনের সামনে অবস্থানরত পুলিশ নীরব ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের  ৩ শীর্ষ কর্মকর্তার    পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে সকালে প্রশাসন ভবনের সামনে ৩ শতাধিক শিক্ষক অবস্থান   কর্ম সূচিতে অংশ নেন। এতে শিক্ষক সমিতির পাশাপাশি বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষকরাও যোগ দেন।

দুপুর সাড়ে ১২টায় সমাবেশ চলাকালে উপাচার্য ও সহ-উপাচার্যের সমর্থিত কর্মকর্তা  কর্ম চারীরা  ছাত্রলীগের নেতা- কর্মীদের সঙ্গে নিয়ে শিক্ষকদের প্রতি ইটপাটকেল ছোড়েন। তবে এতে কেউ হতাহত হননি। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগের নেতা- কর্মীদের হাতে বিশ্ববিদ্যালয়ের তিনজন সাংবাদিক লাঞ্ছিত হন। তঁারা হলেন `ভোরের কাগজ’-এর প্রতিনিধি শরীফুল ইসলাম, `সকালের খবর’-এর প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও `আমার দেশ’-এর প্রতিনিধি ইমামুল হাসান।

 

অন্যান্য বাংলাদেশ