আরব আমিরাতে জনশক্তি রপ্তানির বাজার হাতছাড়া-বাংলাদেশীদের জন্য নতুন ভিসা অনুমােদন বন্ধ

আরব আমিরাতে জনশক্তি রপ্তানির বাজার হাতছাড়া-বাংলাদেশীদের জন্য নতুন ভিসা অনুমােদন বন্ধ

আরব  আমিরাতে বাংলাদেশীদের জন্য সব ধরনের নতুন ভিসা অনুমোদন বন্ধ করে দিল সে দেশটির সরকার । আজ বৃহস্পতিবার আরব আমিরাতের স্বরামন্ত্রণালয় এর আত্তিকরন ও আবাসন বিভাগের অ্যাসসিট্যান্ট আন্ডার সক্রেটোর)ি মজের জনোরলে আল আওয়াদি আল মনেহালর্ উদ্ধৃত করে বলছে,  বাংলাদেশী পাসর্পোটধারীদরে জন্য সব ধরনরে নতুন ভিসা  অনুমোদন বন্ধ থাকব তবে যাঁরা দেশটিতে আবাসকি  ভিসা  বা  ভিসা     তাঁরা তা নবায়ন করতে পারবেন । ফলে ঈদরে আগে বাংলাদশেি শ্রমকিদরে জন্য ভসিা বন্ধ করার পর এবার সব ধরনরে ভসিা বন্ধ করে দলি সংযুক্ত আরব আমরিাত (ইউএই)।
আর কোন বাংলাদেশী আরব আমিরাত দেশটিতে প্রবেশ করতে পারবে না ।
মধ্যপ্রাচ্যের ইংরেজি দৈনিক ‘গালফ নিউজ’ও আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, এখন থেকে ভিজিট ভিসা, পর্যটক ভিসা, রেসিডেন্ট ভিসাসহ কোনো ধরনের ভিসাই দেওয়া হবে না বাংলাদেশিদের।। আজ  বৃহস্পতিবার  জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচবি আলী হায়দার চৌধুরী সাংবাদিকদের জানান  ‘তিন-চার বছর ধরে সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়ার বাজার বন্ধ। এ সময় বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত টিকে ছিল আরব আমিরাতের ওপর। কিন্তু ঈদের আগে থেকে হঠাত্ করে কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে দেশটি। নতুন শ্রম বাজার তৈরি না হলেও মধ্রপ্রচ্যের বাজার হারাচ্ছে বাংলাদেশ ।এ বিষয়ে জোর কুটনীতি প্রচেষ্টা চালানো দরকার সরকারের ।

অন্যান্য বাংলাদেশ