রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ ও মৌলিক অধিকার হরণের প্রতিবাদে পথসভা করেছে মেহেরপুর জেলা বিএনপি। রবিবার বিকাল ৫টার সময় মেহেরপুর সদর আমঝুপি বাজারে জেলা বিএনপি‘র সভাপতি মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি‘র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন , জেলা বিএনপি‘র সহ সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপি‘র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর থানা বিএনপি‘র সেক্রেটারী ও আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জাতীয় পাটির (বিজেপি) আহবায়ক শেখ সাঈদ, জেলা বিএনপি‘র দপ্তর সম্পাদক আব্দুর রহিম, ছাত্রদল নেতা সোহেল, রাজিব । এর আগে বিকাল ৪টার সময় সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বারাদি বাজার ও দরবেশপুরে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন মেহেরপুর জেলা বিএনপি‘র সভাপতি ও মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন, সদর উপজেলা বিএনপি‘র সহ- সভাপতি এম এ হালিম মোল্লা,পৌর বিএনপি‘র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপি‘র সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপি‘র যুগ্ম সম্পাদক একে এম খাইরুল বাসার, জেলা বিএনপি‘র অর্থ সম্পাদক আরজুল্লাহ মাষ্টার বাবলু প্রমুখ।