যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও কংগ্রেস ভবনে হামলার ষড়যন্ত্রের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রেজোয়ান ফেরদৌসকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দেশটির একটি আদালত তাঁকে এ দণ্ডাদেশ দেন বলে আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে। ফাঁদ পেতে অভিযান (স্টিং অপারেশন) চালিয়ে রেজোয়ানকে গ্রেপ্তার করা হয়। গত জুলাইয়ে ২৭ বছর বয়সী রেজোয়ানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি আল-কায়েদাকে বিস্ফোরক সরবরাহের চেষ্টা করেছেন এবং বিস্ফোরক দিয়ে পেন্টাগন ও কংগ্রেস ভবনের মতো সরকারি ভবন উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছেন। সরকারি কৌঁসুলিদের ভাষ্য, রেজোয়ান ২০১০ সাল থেকে জিহাদের পরিকল্পনা করছেন। তিনি ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাদের ওপর মুঠোফোন নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানোর পরিকল্পনা করেন। এ সাজার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) বিবৃতিতে জানানো হয়, রেজোয়ানের এসব কর্মকাণ্ড স্ব-উদ্যোগী, ইচ্ছাকৃত ও বিপজ্জনক বলে মার্কিন অ্যাটর্নির ফার্স্ট অ্যাসিসট্যান্ট জ্যাক পিরোজোলো জানিয়েছেন। রেজোয়ান ফেরদৌসের জন্ম ম্যাসাচুসেটসে। তিনি বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় স্নাতক। গতকাল বৃহস্পতিবার আদালতে রেজোয়ান তাঁকে সমর্থন করার জন্য পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানান। তবে তিনি তাঁর কাজের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের জেলা জজ রিচার্ড স্টেয়ার্নস বলেন, রেজোয়ান তাঁর জীবনের ৯০ শতাংশ ইতিবাচকভাবে কাটাতেন বলে তাঁর বন্ধু ও পরিবারের সদস্যরা চিঠি পাঠিয়েছেন। আদালতের বাইরে রেজোয়ানের মা সাংবাদিকদের বলেন, তাঁর ছেলে নির্দোষ।