মোবাইল ফোন ব্যাবহারের ওপর সারচার্জ আরোপের প্রস্তাব

মোবাইল ফোন ব্যাবহারের ওপর সারচার্জ আরোপের প্রস্তাব

29933_addআজ দশম সংসদের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও বিরোধী নেতা ।প্রধানমন্ত্রী তার বক্তব্যে মোবাইল ফোন ব্যাবহারের ওপর সারচার্জ আরোপের প্রস্তাব করেন। তিনি বলেন, এ থেকে যে আয় হবে তা শিক্ষা ক্ষেত্রে ব্যয় করা যাবে।

সংসদে  বিরোধী নেতা  রওশন এরশাদ তার বক্তব্যে -খাদ্যে ভেজাল, ফরমালিন ও রাসায়নিক মেশানোর বিষয়ে দীর্ঘ বক্তব্য দেন । ডিজিটাল বাংলাদেশ গড়বেন কিভাবে ? মানুষ যদি সুস্থ না থাকে ভাল পানি খাচ্ছেন তাই বুঝতে পারছেন না। এ বক্তব্যের পর রওশনের উদ্দেশে বলেন, আমিতো দেশের পানি খাই। আপনিতো বিদেশী পানি খাচ্ছেন। বিরোধী নেতা এসব রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন।

বাংলাদেশ