নিজস্ব সংবাদদাতা মেহেরপুর ১৭ জানুয়ারী ঃ বৃহস্পতিবার সকালে জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী রফিকুল আলম। শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক রশিদ হাসান খান আলোর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খোন্দকার, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এ.কে.এম শফিকুল আলম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আঃ সালাম। রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন। শপথ গ্রহণ করেন, সভাপতি রফিকুল আলম (গাজী টিভি), সহ-সভাপতি ওয়াজেদুল হক জেদু (দিগন্ত টিভি), রশিদ হাসান খান আলো (সম্পাদক দৈনিক মেহেরপুর), কামারুজ্জামান খান (দৈনিক জনতা), সাধারণ সম্পাদক ফারুক হোসেন (ইটিভি), যুগ্ম সম্পাদক মাজেদুল হক মানিক (আরটিভি), মহাসিন আলী দৈনিক ভোরের ডাক), অর্থ সম্পাদক রাশেদুজ্জামান (বৈশাখী টিভি), প্রচার সম্পাদক এম.এ হাসান সুমন (সহকারী বার্তা সম্পাদক, দৈনিক মেহেরপুর), দপ্তর সম্পাদক মেহের আমজাদ (দৈনিক আন্দোলনের বাজার), তথ্য ও গবেষণা সম্পাদক রাজিবুল হক সুমন (ইন্ডিপেন্ডেন্ট টিভি), সদস্য আলামিন হোসেন (বিটিভি), ফারুক মল্লিক (ইনকিলাব), মহাসিন আলী (মাটির পৃথিবী), শেখ শফি উদ্দিন (মাথাভাঙ্গা) প্রমুখ। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মাসুদ অরুন, জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্ণেল (অবঃ) সামসুল ইসলাম সামস্, জেলা প্রাণি বিষয়ক কর্মকর্তা শ্রী শসাংক, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাঃ হাশেম আলী, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নূরুল আহমেদ প্রমুখ।