নয়ন আমাদের মেহরপুর ডট কম ঃ মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের শূন্য আসনের উপ নির্বচন অনুষ্ঠিত হবে ২৫শে এপ্রিল বৃহস্পতিবার। উপনির্বাচনে ২ হাজার ৬শ ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১ হাজার ৩শ ১৮ জন পুরুষ এবং ১হাজার ২শ ৫০ জন মহিলা ভোটার রয়েছে। এ নির্বাচনে প্রতিদ্বন্তিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন নিহত কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মানুনের মা সাহিদা বেগম পান্না (নোঙর), জেলা ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমান বাবুল (মোরগ), জেলা যুবদল নেতা আব্দুস সাত্তার মুক্তা (ফুটবল) এবং সৈয়দ মুনজুরুল কবীর রিপন (হরিণ) মার্কা প্রতীকে ভোট চেয়ে তাদের নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আর এ উপলক্ষে মেহেরপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। প্রতিদিন দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের গণসংযোগ। পাড়া মহল্লায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। চলছে টাকা খরচের মহাউৎসব তবে এ বিষয়টি অস্বিকার করছেন প্রার্থীরা। একেক প্রার্থী একেক ধরনের ওয়াদা দিয়ে ভোট প্রার্থনা করছেন। নিহত বিপুলের মা ছেলের রেখে যাওয়া অসমাপ্ত কাজের সমাপ্তি ও ৮ নম্বর ওয়ার্ড গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন। কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা আব্দুস সাত্তার বলেন, মেহেরপুরের প্রান কেন্দ্র ৮ নম্বর ওয়ার্ড হলেও আজো এ ওয়ার্ডে কোন উন্নয়ন মূলক কাজ হয়নি। তাই উন্নয়ন মূলক কাজ করার জন্য এ উপনির্বাচনে অংশ গ্রহণ করেছি। ডিজিটাল ওয়ার্ড গঠনের স্বপ্ন দেখছেন মুনজুরুল কবীর রিপন। কিন্তু ভোটারা এবার বুঝে শুনে ভোট দেবেন বলে জানিয়েছেন ভোটাররা। ভোট দেবার আগে এবার প্রার্থীদের সামাজিক মানমর্যদা বিবেচনার বিষয়টিও এবার ভোটাররা আলোচনা করছেন।
উল্লেখ্য ২০১৩ সালের ২৮ শে জানুয়ারী সন্ত্রাসীদের গুলিতে মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বিপুল নিহত হলে আসনটি শূন্য হয়ে পড়ে।