নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ
মেহেরপুর পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা বিপুল হত্যার একদিন পর মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর খোন্দকার আব্দুল¬াহ আল মামুন বিপুল হত্যায় মামলা দায়ের হয়েছে। নিহত কাউন্সিলর বিপুলের স্ত্রী বেলী খাতুন বাদী হয়ে বুধবার দুপুরে মেহেরপুর সদর থানায় জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামকে প্রধান আসামী করে ৬ জনের নামে এজাহার দিলে মামলাটি রেকর্ড করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অপর আসামীরা হচ্ছেন জেলা যুবলীগের কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রিটন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশান, জেলা যুবলীগের সদস্য আরিফ, মাহফুজুর রহমান ও লিখন। এছাড়া মামলায় আরো অজ্ঞাত কিছু লোকের নামে আসামী করা হয়েছে। মামলার ২ নং আসামী শহিদুল ইসলাম পেরেশানকে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানা পুলিশ আটক করেছে।
উলে¬খ্য, বিপুলকে সোমবার রাত ১০ টার সময় মেহেরপুর শহরের কাশারীপাড়াতে পেরেশানের বাড়ি থেকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
মেহেরপুর সংবাদ