মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় শহরের পেয়াদাপাড়ার মঙ্গল খানের একটি পুকুর থেকে সদর থানা পুলিশ আমেরিকার তৈরী একটি অত্যাধুনিক নাইন এমএম মডেলের ৭.৬৫ বোরের পিস্তল উদ্ধার করেছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ পুকুরে তল্লাসী করে অত্যাধুনিক এই অস্ত্রটি পুলিশ উদ্ধার করেছে। এএসপি আব্দুল মতিন,সদর থানা ওসি আজিজূল হক সহ পুলিশের উর্ধতন কর্মকতারা অস্ত্র উদ্ধার অভিযানের সময় উপস্থিত ছিলেন। তবে উদ্ধারকৃত অস্ত্রটি পৌর কাউন্সিলর ও যুবলীগ নেত বিপুল হত্যাকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে।