আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুর জেলা বিএনপির উদ্দ্যোগে তৃণমুল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় মেহেরপুর পৌর টাউন হলে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। সভায় সাবেক এমপি মাসুদ অরুন বলেন, দুঃশাসনের বিরুদ্ধে জনগণের চুড়ান্ত বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থেকে চলমান সংগ্রামকে এগিয়ে নিতে হবে।
প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিজেপির আহবায়ক শেখ সাঈদ আহমেদ প্রমুখ। প্রতিনিধি সভায় বিএনপি’র বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে।