মেহেরপুর জেলা বিএনপির জাতীয় সংঘতি ও বিপ্লব দিবস পালন

আমাদের মেহেরপুর ডট কমঃ

আজ মেহেরপুর জেলা বি এন পির উদ্যগে ৭ই নভেম্বর জাতীয় সংঘতি ও বিপ্লব দিবস উদযাপন উপলক্ষে জেলা বি এন পির  শাহজিপাড়াস্থ কায্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয় । জেলা বিএন পির ২ নং  যুগ্ন আহ্বায়ক আনসারুল হকের  সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা তৃণমূল দলের  যুগ্ন আহ্বায়ক আব্দুল হান্নান , আমঝুপি ইউনিয়ন তৃণমূল দলের সভাপতি মোস্তাক মেম্বর ,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মুসতাকিন , শহর যুবদলের সম্পাদক তপন , আমঝুপি ইউনিয়ণ বিএনপি নেতা ওমর ফারুক লিটন ,কিতাব আলী ,যুবদল নেতা রাশিকুল ইনলাম ,তৌফিক  প্রমুখ ।

অন্যান্য