মেহেরপুর ও  আমঝুপিতে  বাড়ছে মাদক সেবক – বিপদগামী যুব সমাজ অভিবাবক মহল উদ্ভিগ্ন

মেহেরপুর ও আমঝুপিতে বাড়ছে মাদক সেবক – বিপদগামী যুব সমাজ অভিবাবক মহল উদ্ভিগ্ন

জাহিদ-মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি একটি আর্দশ গ্রাম। শিক্ষা সংস্কৃতি খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে মেহেরপুর জেলার অন্যান্য গ্রামের থেকে অনেকাংশে এগিয়ে। কিন্তুু এ আর্দশ গ্রামটি আস্তে আস্তে সুনাম হারাতে চলেছে। এখানে প্রতিনিয়ত বাড়ছে মাদক সেবকের সংখ্যা। প্রকাশ্যে বিক্রি হচ্ছে হিরোইন ,ফেনসিডিল ,গাঁজা ,মদ ,ইয়াবাসহ নানা রকম বিষাক্ত মাদক দ্রব্য। এসব মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বসে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের ভুমিকা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন । মাদক দ্রব্য সহজেই হাতের নাগালে পাওয়া যায় বলে এখানে মাদক সেবকের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। মাদকের প্রতি বেশি আসক্ত হচ্ছে স্কুল কলেজ পড়–য়া ছেলেমেয়ে ও উঠতি যুবকেরা। সুত্রে জানাযায় ,আমঝুপি বাজার সংলগ্ন হালদার পাড়ার একটি বাড়ি ও পশ্চিম পাড়ার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে দিনরাত সবসময় গাঁজা,হিরোইন,বিক্রি করে ও নেশার আসর বসায়। মাদকের গন্ধে আশেপাশের বাসিন্ধাদের চরম অসুবিধা ভোগ করতে হয় এরা প্রতিবাদ করতে গেলে মাদক ব্যবসায়ীরা উল্টো হুমকি দেয় এবং বলে আমরা প্রশাসনকে ম্যানেজ করে ব্যবসা করি। এছাড়া চাঁদবিলের চিহ্নিত মাদক ব্যবসায়ী জেল থেকে ছাড়া পাওয়ার পর এখন পুরোদমে ব্যাবসা চালিয়ে যাচ্ছে। আমঝুপি ইসলামনগরের নাসির নামে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাটে বাজারে বসে প্রকাশ্যে মাদক বিক্রি করে এমনকি নেশাখরদের বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করে আসে। এর কাছে সবসময় কয়েকশ গাঁজা ,হিরোইনের পুরিয়া থাকে। সুত্রে আরও জানা যায়, এসব মাদক ব্যবসায়ীরা বিভিন্ন রুট দিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে ফেনসিডিলের বড় বড় চালান নিয়ে আসে এবং তা আমঝুপিসহ আশেপাশের গ্রামের মাদক সেবকদের নিকট বিক্রি করে। যেখানে সেখানে ফেনসিডিলের খালি বোতল পড়ে থাকতে দেখা যায়। আমঝুপি কাজলা ব্রীজ সংলগ্ন পুকুর পাড় ,পার্শ্ববতী আমবাগান, নীলকুঠিতে প্রতিদিন সন্ধার পরে বসে নেশার আসর। এ বিষাক্ত মাদক সেবনের ফলে ধবংস হচ্ছে যুব সমাজ ও স্কুল কলেজগামী ছেলেমেযেরা। বাড়ছে ডাকাতি, চুরি ,ছিনতাই ,পারিবারিক কলহ। এ বিষয় নিয়ে অভিবাবক মহল ও সুশীল সমাজ উদবিঘœ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যাক্তি বলেন এ বিষয়ে প্রশাসনকে অবগত করলেও কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় বেপরোয়া হয়ে উঠেছে মাদ্যবসায়ীরা। অভিবাবক মহল ও সচেতন সমাজ মনে করেন মাদক বিক্রি বন্ধ করা গেলে আর মাদক সেবকের সংখ্যা বাড়তে পারবে না। ধবংস হবে না যুব সমাজ,স্কুল কলেজ পড়–য়া ছেলেমেয়েদের সুন্দর ভবিষ্যত। তাই আমঝুপিসহ আশেপাশের গ্রামবাসী মাদক ব্যবসায়ী ও মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে।

 

মেহেরপুর সংবাদ