১০ম সংসদ নির্বাচনের তফশিল ঘোষনাকে প্রত্যাখান, জেল-জুলুম নির্যাতনের অভিযোগ এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের ৫ম দিনে মেহেরপুরের রাজনগরে অবরোধ বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করে। বুধবার সকাল ৬ থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ১৮ দলীয় নেতাকর্মীরা।
সড়ক অবরোধের কারনে জেলার সকল রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে স্থানীয় ভাবে কিছু ইজিবাই,নছিমন চলছে। এদিকে ১৮ দলের দীর্ঘ অবরোধের কারনে জেলার সবজী চাষীরা বিপাকে পড়েছে। জমিতেই সবজী নষ্ট হচ্ছে। জনজীবনে স্থবিরাতা নেমে এসেছে।