বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা আগামীকাল থেকে শুরু হওয়া ৮৪ ঘন্টা হরতাল সফল করতে গণসংযোগ করেছে মেহেরপুর জেলা বিএনপি। শনিবার বিকাল ৪ টার দিকে মেহেরপুর শাহ্জী পাড়াস্থ জেলা বিএনপি অফিস থেকে মেহেরপুর জেলা বিএনপি‘র আহবায়ক হকের নেতৃত্বে মেহেরপুর শহরের বিভিন্ন সড়কে গণ সংযোগ করেছে জেলা বিএনপি‘র নেতৃবৃন্দ। এসময় পৌর বিএনপি‘র সভাপতি আনোয়ারুল হক কালু, জাতীয়তাবাদী জেলা আইনজিবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড.মকলেচুর রহমান স্বপন, জেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড়বাবু, যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক মকলেচুর রহমান মুকুল, পৌর যুবদলের সিনিয়র সহপভাপতি আনিচুর রহমান লাবলু, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু, শহর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক পলাশ, পৌর যুবদলের দপ্তর সম্পাদক ইমন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মীর আলমগীর ইকবাল আলম, সদর উপজেলা তৃণমূল দলের সভাপতি ওমর ফারুক লিটন, জেলা তারেক জিয়া পরিষদের আহবায়ক রাশেকুল ইসলাম, ছাত্র নেতা জনি, সানি, রনি, বিএনপি নেতা মোস্তাক রাজা সহ জেলা বিএনপি‘র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় বিএনপি নেতৃবৃন্দ হরতালের দিন গুলোতে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে ও পরিবহন মালিকদের গাড়ি না চালানোর আহবান জানান।