আমাদের মেহেরপুর ডট কম : মেহেরপুরের গাংনীতে স্বেচছাশ্রমের ভিত্তিতে মাটির রাস্তা নির্মান করা হয়েছে।উপজেলার মাইলমারী গ্রামের আপামর জনগণ দুর্গম মাঠ থেকে তাদের ফসল তোলার জন্য প্রায় ২ কিঃ মিঃ কাঁচা রাস্তা স্বেচছাশ্রমের ভিত্তিতে নির্মান করেছে।“আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না” এই মন্ত্রে মাইলমারী গ্রামের ইউ পি সদস্য নবীছদ্দীন,দি হাঙ্গার প্রজেক্ট এর উজ্জীবক কাবের আলী,গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমিরুল ইসলাম ,শাহজাহান আলী,মনিরুল ইসলাম এর নেতৃত্বে এই মহতী উদ্যোগ গ্রহন করা হয়েছে।জানা গেছে ,স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নবীছদ্দীনের বাড়ির নিকট খেকে ফেলার চারা মাঠ পর্যন্ত ১০ ফুট চওড়া প্রায় ২ কিঃ মিঃ রাস্তা নির্মান করা হয়েছে।এ সময় ইয়ুথ লিডার গণও অংশ গ্রহন করে।
এ ব্যাপারে নবীছদ্দীন মেম্বর জানান, ১ টি রাস্তার অভাবে দীর্ঘদিন যাবত গ্রামের লোকজন দুরের মাঠ থেকে ফসল তুলতে হিমসিম খাচিছল।কৃষকরা তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে অনেক টাকা খরচ করছিল। গ্রামের লোকজন একতা বদ্ধ হয়ে এই রাস্তা নির্মান করেছে। স্বেচছাশ্রমের ভিত্তিতে রাস্তা করায় উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম তাদের ধন্যবাদ জানিয়েছেন।