আমাদের মেহেরপুর ডট কম ঃ জামায়াতের ডাক হরতাল মেহেরপুর জেলায় শান্তির্পূণ ভাবে পালিত। হরতালের প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা শহরে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম এর নেতৃত্বে মিছিলটি প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শূরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিল থেকে হরতাল প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়। এদিকে হরতালকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে জেলা,উপজেলা শহর ছাড়াও গূরত্বপূর্ণ শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাপিডপ এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) ও বর্ডারগার্ড বাংলাদেশ (বিবিজি) মোতায়েন করা হয়েছে। সকাল থেকে জেলা আন্তঃ রুট ছাড়াও দুর পাল¬ার কোন বাস ছেড়ে যায়নি। তবে ছোট খাট যান বাহন চলছে। অফিস আদালত খোলা ছিল। হরতাল কারীদের কোথাও কোন পিকেটিং করতে দেখা যায়নি।