মুহম্মদ মহসীন,মেহেরপুরঃ
জামায়াতে ইসলামীর ডাকা হরতাল শান্তিপূর্ণ পরিবেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে মেহেরপুরে। গতকাল সকাল থেকে দুরপাল্লার ও আন্তঃজেলার কোন বাস চলাচল করেনি। স্যালো ইঞ্চিন চালিত কিছু যান চলাচল করেছে। তবে হরতালের পক্ষে বিপক্ষে কোন কর্মসুচী দেখা যায়নি। মেহেরপুর, মুজিবনগর ও গাংনী উপজেলা শহরের গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিল এবং র্যাবের টহল জোরদার ছিল।