ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অন্তঃমন্ত্রনালয় কমিটির সুপরিশসহ ২দফা দাবি বাস্তবায়নে বিক্ষেভ মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রামপিরষদ মেহেরপুর জেলা শাখা। আজ বৃহস্পতিবার বেলা ১২টার সময় মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সামেন থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে সড়ক ও জনপদের উপ বিভাগীয় প্রকশৌলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ মেহেরপুর জেলা শাখার আহবায়ক বজলুর রহমান, মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ ফজলুল হক মন্টু সহ মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সকল ছাত্র-ছাত্রী সহ শিক্ষকবৃন্দ মিছিলে অংশ গ্রহন করেন।