১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘন্টা হরতালের শেষ দিন বুধবার মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে ১৮ দলীয় জোটের এক বিশাল লাঠি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বন্দর মোড়ে এসে বিশাল সমাবেশে পরিনত হয়। সমাবেশে সাবেক এমপি মাসুদ অরুন বলেন, সরকার মানুষ খুন করে ক্ষমতায় টিকতে পারবে না। জনগনকে কথা দিয়ে কথা রাখেনি। এছাড়া জামায়াতের সদর উপজেলা আমির রুহুল আমিনসহ ১৮ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন। এদিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের রাজনগরে ও মেহেরপুর –কাথুলি ভায়া কুষ্টিয়া সড়কে কায়েমকাটা মেড়ে সড়ক অবরোধ করে মিছিল সমাবেশ হয়েছে। ফলে সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। হরতালের কারণে আন্তঃজেলা ও দূরঃপাল্ল¬ার পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।