ফারুক আহমেদ, আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী পৌরও ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্দ্যেগে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীন বরন অনুষ্ঠান ছাত্রছাত্রীদের সরব উপস্থিতি পরিনত হয় মিলন মেলায়। সোমবার সকাল ১১ টার দিকে গাংনী ডিগ্রি কলেজ হল রুমে রজনীগন্ধ্যা ফুল দিয়ে নবাগত ডিগ্রি ১ম বর্ষের ছাত্রছাত্রীদের বরন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ বিপ্লব হোসেন। এসময় উপস্থিত ছিলেন,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হাবিব,ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ,জীবন আহমেদ,খালেদ মাসুদ,চপল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ বিপ্লব হোসেন বলেন,আজকের নবীন ছাত্রছাত্রীরাই উন্নত দেশ গড়তে বড় ভূমিকা পালন করবে। শিক্ষাই জাতীর মেরুদন্ড তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা গ্রহন আবশ্যক। শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উচু করে দাড়াতে পারেনা।
পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হাবিব বলেন,ছাত্র সংগঠন করার পাশাপাশি সব ছাত্রকেই লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। লেখাপাড়া ছাড়া উন্নত জাতিগঠন করা সম্ভব নয়।