মেহেরপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর উদ্দ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে নারীদের নিয়ে উন্মুক্ত অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার সময় মেহেরপুর সদর উপজেলা অডিটোরিয়াম হলে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ. একে. এম. শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা ছাড়াও মহিলা ইউপি চেয়ারম্যান, পৌর মহিলা কাউন্সিলর, সেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যবৃন্দ, মহিলা প্রশিক্ষন কেন্দ্রর প্রশিক্ষানার্থী সহ বিভিন্ন এনজিও মহিলা সদস্যরা সংলাপ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।