আমাদের মেহেরপুুর ডট কম ঃ মেহেরপুর সদর উপজেলার মদনা ডাঙ্গা গ্রামে পানি নিস্কাশন কে কেন্দ্র করে ফেরদৌসি নামের এক গৃহবধূ কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ফেরদৌসির স্বামী কাউছার জানান,শুক্রবার সন্ধ্যার দিকে বৃষ্টির পানি পাশের বাড়ি আলামিন হোসেনের বাড়ির উপর দিয়ে প্রবাহ হলে। আলামিন ও ফেরদৌসির মধ্যে কথা কাটাকাটি হলে আলামিন ধারালো অস্ত্র দিয়ে ফেরদৌসি কে কুপিয়ে মারাত্বক আহত করে। পরে চিকিৎসার জন্য দ্রত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর রেফার্ড করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে। সেখানে ভর্তির শনিবার সকাল ৭ টার সময় সে মারা যায়। মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, নিহত গৃহবধূর লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত মামলা দায়ের হয়নী। মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।