মেহেরপুরের শ্যামপুরে মাদকবিরোধী গণসচেতন মূলক সভা

প্রতিনিধি।  গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার শ্যামপুর গ্রামে মেহেরপুর কে মাদকমুক্ত করতে মেহেরপুর জেলা পুলিশের গণসচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে  সদর উপজেলার আয়োজনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন। প্রধান অতিথি উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউপি সদস্য সাইদুর রহমান, কুতুবউদ্দিন,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য যুব মহিলা লীগ নেত্রী কাকলি খাতুন, সংরক্ষিত ইউপি সদস্য নাছেদা আক্তার ঊর্মি, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ফজিলা খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, ফারুক হোসেন, সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল হাশেম ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি নয়ন হাবিবের সঞ্চালনায় মাদক বিরোধী গণসচেতনামূলক বক্তব্য রাখেন সদর থানা বিড অফিসার অরুণ কুমার, তারিকুল ইসলাম, রাশিদুল ইসলাম ,জিয়ারুল ইসলাম, আব্দুস সালাম ,আনিসা খাতুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমাদের সবাইকে মিলে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে পরিবারের সদস্যদের সজাগ থাকতে হবে। নিজের ছেলে মেয়ে কে সাবধানতা অবলম্বনের মাধ্যমে আমাদের সকলকে শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোন সময় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন।

অন্যান্য জেলার সংবাদ মেহেরপুর সংবাদ সর্বশেষ