মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগরে গ্রামবাসী ৩ র্যাব সদস্যসহ ৬জনকে পিটিয়ে জখম করেছ। এছাড়া র্যাবের ব্যবহৃত ৩টি মোটরসাইকেল করে পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী। আহত র্যাবের ২ সদস্যসহ ৬ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে। আহতরা হলেন, র্যাবের ডিএডি জাকির হোসেন,এ এস আই শরিফুল,সৈনিক লাভলু এবং র্যাবের সোর্স সুন্নত,বিপ্লব, মিনারুল।
আহত র্যাবের সোর্স বিপ্লব ও মিনারুল জানান,র্যাবের ডিএডি জাকির হোসেনের নেতৃত্বে এএসআই শরিফুলসহ র্যাবের ৩জন এবং তাদের ৩ সোর্স মিলে মোট ৬ জন মেহেরপুর সদর উপজেলার রাজনগর শেখপাড়ায় হাশেম মন্ডলের ছেলে বিপুল ড্রাইভারের বাড়িতে অভিযানে যায়। এ সময় মাদকসহ একজনকে গ্রেফতার করে আনার সময় গ্রামবাসীরা তাদের সন্ত্রাসী মনে করে প্রতিরোধ করে মারপিট শুরু করে। এ সময় তারা র্যাবের ব্যবহৃত ৩টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এবং গ্রামবাসিারা র্যাবের দুটি অস্ত্র কেড়ে নেয় । মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান,র্যাবের খোয়া যাওয়া ১টি অস্ত্র রাত ৯ টার পর উদ্ধার করা হয়। পরে আরেকটি অস্ত্র উদ্ভারের জন্য গ্রামবাসী মসজিদের মাইকে প্রচার করে। এরপর গ্রামের সর্বস্তরের লোকজন অনেক খোজাখুজি পর একটি ভ’ট্রা ক্ষেত থেকে অস্ত্রটি উদ্ভার করে । এদিকে এঘটনাকে কন্দ্রে করে রাজনগর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।