ফারুক আহমেদ, আমদের মেহেরপুর ডট কম ঃ বুধবার রাত ১০ টার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গোপাল নগর গ্রামের যাত্রী ছাউনির নিকট অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী সহ ৪৯০ বোতল ফেন্সিডিলের একটি বড় চালান উদ্ধার করেছে বিজিবি। মুজিবনগর বিজিবি ক্যাম্প কমন্ডার সুবেদার আমির খসরু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ফেন্সিডিলের একটি বড় চালান পেঁয়াজের বস্তায় করে ঢাকায় নেওয়া হচ্ছে। এই খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপালনগর যাত্রী ছাউনির পাশে কয়েকটি পেঁয়াজের বস্তায় অভিযান চালিয়ে ৪৯০ বোতল ফেন্সিডিল সহ চুয়াডাঙ্গা জেলার আটকবর গ্রামের আব্দুল ওয়াহেদ(৩২) ও আলামিন হোসেন(৩৩) কে আটক করে বিজিবি। আটক ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে মজিবনগর থানায় সোপর্দ করেছে বিজিবি । আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দব্র্য নিয়ন্ত্রণনাইনে মামলা হয়েছে।