মেহেরপুরে ভৈরব নদীর পানিতে ডুবে নয়ন (১০) নামের এক শিশুর লাশ প্রায় ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে তার লাশ ভেসে ওঠে। নয়ন মেহেরপুর শহরের পৌর ঘাটপাড়ার মহিবুল ইসলামের পুত্র।
নয়নের পিতা মহিবুল ইসলাম ও তার স্বজনেরা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে নয়ন বাড়ি থেকে ভৈরব নদীর ধারে মাছ কিনতে বের হয়ে যায়। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকেরা তার খোঁজ করতে থাকে। খোঁজ না পেয়ে ভৈরব নদীতে শিশুটি ডুবে যেতে পারে এমন সন্দেহে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে নদীতে জাল ফেলে লাশটি উদ্ধারের চেষ্ঠা করে এলাকাবাসী। সন্ধ্যা গড়িয়ে রাত পেরুলেও তার কোন সন্ধান মেলেনা। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, এদিন ভৈরব নদীতে নয়নকে গোসল করতে দেখে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে ডুবুরি নিয়ে নদী পাড়ে গেলে ডুবুরি নামার আগেই লাশটি ভেসে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।