আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট গ্রামে ডাকাত দলের নিক্ষিপ্ত বোমায় আহত হয়েছে কাসিরুল নামের এক ব্যক্তি। বর্তমানে সে গাংনী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গাংনী থানা পুলিশের এস আই আনিসুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার ভোরে সশস্ত্র একদল ডাকাত গাংনী উপজেলার ভরাট গ্রামের কায়েসউর্দ্দিনের বাড়িতে হানা দেয়। ডাকাত সদস্যরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে মোবাইল ফোন, সোনার গহনা ও নগদ টাকা লুট করে। ডাকাতদল চলে যাওয়ার সময় বাড়ির মালিকের ছেলে কাসিরুল ইট পাটকেল নিক্ষেপ করে প্রতিরোধের চেষ্টা করলে ডাকাত সদস্যরা তাকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে। এতে সে মারাতœক আহত হয়।