মেহেরপুরের বামুন্দি বাজারের অদুরে স্যালো ইঞ্চিন চালিত যান আলগামন থেকে পড়ে মারা গেছেন গোলাম মোস্তফা (৬৫) নামের এক বৃদ্ধ। গতকাল সন্ধ্যায় বামুন্দি বাজারের অদুরে প্রধান সড়কে এ দুর্ঘটনার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মেহেরপুর গাংনী উপজেলার মুন্দা গ্রামের গোলাম মোস্তফা বামুন্দি বাজার থেকে আলগামনযোগে বাড়ি ফিরছিলেন। বামুন্দি বাজারের অদুরে বিশ্বাস ইট ভাটার কাছে পৌছালে তিনি আলগামন থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত একটার দিকে তিনি মারা যান।
মেহেরপুর সংবাদ