আমাদের মেহেরপুর ডট কমঃ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে এনজিও আশা‘র আমঝুপি শাখা অফিসের উদ্যোগে স্বাস্থ্য সচেনতা মূলক কর্মসুচি পালিত হয়। রবিবার সকাল ১০টার সময় পিরোজপুরে আশা‘র সোনালী কেন্দ্রে অনুষ্ঠিত স্বাস্থ্য সচেনতনতা মূলক কর্মসুচীতে ডায়রিয়া রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের উপর আলোচনা করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন আশা‘র মেহেরপুর জেলা ম্যানেজার খন্দকার আলাউদ্দিন । বক্তব্য রাখেন আশা‘র আমঝুপি শাখা ম্যানেজার বিশ্বজিত কুমার, গ্রুফ অফিসার আব্দুল মতিন। এ সময় সোনালী কেন্দ্রের সকল সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। এজিও
আশা‘র জেলা ম্য্যানেজার আলাউদ্দিন
জানান সারা বাংলাদেশে এক যোগে কর্মসুচীর অংশ হিসাবে আজ মেহেরপুর জেলায় ১৯টি শাখা অফিসের মাধ্যেমে প্রায় ৪৫০০ জন সদস/ সদসার মধ্যে ডায়রিয়ারা রোগের লক্ষণ প্রতিকার ও প্রতিরোধ নিয়ে অলোচনা মূলক স্বাস্থ্য সচেনতনা কর্মসুচি পালিত হচ্ছে এবং এ রকমের কর্মসচি সপ্তাহব্যাপী চলবে ।