আসন্ন দশম সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপরে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে।
সোমবার দুপুরের জেলা রিটানিং ও সহকারী রিটানিং অফিসাদের নিকট মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
মেহেরপুর ১ আসনে আওয়ামীলীগের প্রার্থী মোঃ ফরহাদ হোসেন দোদুল ,সতন্ত্র প্রার্থী হিসাবে,জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন এমপি,পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু পৌর আওয়ামীলীগের সভাপতি ইয়ারুল ইসলাম,কাউছার আলী,জাতীয় পার্টি (এরশাদ) আব্দুল হামিদ।
অপরদিকে মেহেরপুর ২ গাংনী আসনে আওয়ামীলীগের প্রার্থী এম এ
খালেক,সতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক এমপি মকবুল হোসেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন,জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,জাতীয় পাটি(মঞ্জু)আব্দুল হালিম।