আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরকে বাংলাদেশের প্রথম রাজধানী হিসাবে ঘোষনার দাবি নিয়ে দেশের ৬৪ জেলা সাইকেল ভ্রমণে বের হলেন মেহেরপুর সরকারী কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের দুই ছাত্র নূর ইসলাম ও মনিরুল ইসলাম। গতকাল সকালে মেহেরপুর সরকারী কলেজ থেকে বের হয়ে কুষ্টিয়া জেলা পাড়ি দিবেন এভাবে তারা দেশে প্রতিটি জেলায় বাই সাইকেল যোগে ভ্রমণ করবেন। নূর ইসলাম ও মনিরুল ইসলাম বলেন.বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জনে মুজিবনগরে গঠিত অস্থায়ী সরকার মূখ্য ভূমিকা পালন করে। কিন্তু ৪১ বছর পার হলেও আজও মেহেরপুরকে প্রথম রাজধানী ও ১৭ই এপ্রিলকে জাতীয় দিবস হিসাবে ঘোষনা করা হয়নি। তাই আমাদরের পক্ষ থেকে দেশের সকল মানূষকে এ বার্তা পৌছতে দিতেই এই সাইকেল ভ্রমণ।