আমাদের মেহেরপুর ডট কম ঃ হরতালে নাশকতার আশংক্ষায় মেহেরপুরের গাংনীতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জামায়াত কর্মিকে আটক করা হয়েছে। আটককৃতদের কোর্টে পাঠানোর প্রক্রিয়া চলছে। গাংনী থানার ওসি মিজানুর রহমান খাঁন জানান,শুক্রবার রাতে চৌগাছা গ্রামের ইমান আলীর ছেলে ওহাদ আলী,তাছির উদ্দীনের ছেলে আইযুব আলী ও ভবানীপুর ্রগামের নাজিমউদ্দীনের ছেলে আব্দুল মালেক কে আটক করা হয়।