আমাদের স্বর্গ আমঝুপি সংগঠনের উদ্দ্যোগে রবিবার বিকাল ৫টার সময় আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেহেরপুরের চাঁদবিলে টর্ণেডোর আঘাতে ক্ষতিগস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজ সেবক ও এস এম পরিবহনের পরিচালক মোজাফফ্র হোসেন (শুকুর মিয়া) প্রধান অতিথি এবং তরুণ সমাজ সেবক ও ক্যাপটেন ( অবঃ ) গনিউল আজম গণি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করেন। এ সময় আমাদের স্বর্গ আমঝুপি সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টর্ণেডোয় ৩৫ টি পরিবারের মাঝে ১বান করে ঢেউটিন বিতরণ করে। উল্লেখ্য গত ১৫/১০/১৩ তারিখে রাতে ১০ মিনিটের টর্ণেডোয় চাঁদবিল গ্রামে প্রায় ২০০টি পরিবারের ঘরবাড়ি ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়।