মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের মহরোম আলীর ছেলে মিলন আলী (২১) নামের এক যুবক নিপাহ্ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মিলনের মামা মহিবুল ইসলাম জানান, গত রোববার সকালে বাড়িতে খেজুরের রস খেয়ে মিলন অসুস্থ হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। মঙ্গলবার ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। চিকিৎসকরা মিলনের স্বজনদের জানিয়েছেন নিপাহ্ ভাইরাসে আক্রান্ত হয়ে সে মারা গেছে। মিলনের লাশ নিজ গ্রাম চাঁদবিলে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।