মেহেরপুরের গোভিপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাস ছাত্রের মৃত্যু admin April 29, 2013April 29, 2013 নয়ন আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে সোমবার দুপুর আড়াইটার দিকে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান (৯) নামের এক মাদ্রসা ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, গোভিপুর দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র গোভিপুর গ্রামের ইলিয়াছ হোসেনর ছেলে আব্দুর রহমান বাড়ির পার্শ্বে খেলা করছিলেন। এ সময় প্রতিবেশী আব্দুল কাদেরের টিনের ঘরে বিদ্যুতের তার পড়ে বিদ্যুতায়িত ছিল। খেলার এক পর্যায়ে ওই ঘরের পেছনে তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় আব্দুর রহমান। পরে স্বজনরা এসে তার লাশ উদ্ধার করে। মেহেরপুর সংবাদ