মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের গৌরিপুরের একটি হলুদ ক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় ২টি বোমা উদ্ধার করেছে র্যাব- ৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। বৃহষ্পতিবার ভোরে গাংনী র্যাব কমান্ডার তারেক জুবায়ের নেতৃত্বে র্যাবের একটি দল সহড়াতলা গ্রামের গৌরিপুরে মান্নাত আলীর হলুদ ক্ষেতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় বোমা দুটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে মঙ্গলবার রাতে ডাকাতির সময় ডাকাত দল বেম কয়েকটি বোমা নিক্ষেপ করে তার ভিতরে উদ্ধারকৃত বোমা দুটি বিষ্ফোরিত না হওয়া বোমা।