ফারুক আহমেদ,মেহেরপুর ডট কম ঃ মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান গ্রামে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে হরতালকারী জামায়াত শিবির নেতা কর্মিরা। গাংনী উপজেলার ছাতিয়ান নামক স্থানে সকাল ৮টার দিকে কয়েক হাজার জামায়াত শিবির নেতা কর্মি জড়ো হয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান নামক স্থানে কয়েকটি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় রাস্তার উপর গাছের গুড়ি ফেলে রাস্তাও অবরোধ করে রাখে হরতালকারীরা। এসময় মিছিলটি ছাতিয়ান থেকে শুরু হয়ে বাওট পর্যন্ত গিয়ে শেষ হয়। এদিকে একই উপজেলার করমদী গ্রামে জামায়াত শিবির নেতা কর্মিরা জড়ো হয়ে রাস্তার উপর গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। পিকেটারদের হামলায় তেতুঁলবাড়িয়া গ্রামের জফুর আলীর ছেলে আলগামন চালক আমির আলী ও জমির শিলির ছেলে ভ্যান চালক কালু হোসেন মারাত্বাক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় রাস্তায় স্যালো ইঞ্জিন চালিত নছিমন করিমন এমনকি ভ্যান সাইকেল চলাচলও বন্ধ হয়ে যায়। খবর পেয়ে র্যাপিড ্এ্যাকশন ব্যাটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও গাংনী থানা পুলিশের একটি দল পৌছানের পর মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ছাতিয়ান ও বাওট,শুকুরকান্দি ও করমদী গ্রামে র্যাব,পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহিউদ্দীন জানান,বাওট,ছাতিয়ান,শুকুরকান্দি ও করমদী এলাকায় ৩ গাড়ি বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি),৩ গাড়ি র্যাব ও আশেপাশের তিনটি পুলিশ ফাঁড়ি থেকে আনা বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে।