মেহেরপুরের গাংনীতে শিক্ষক-ছাত্রের সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ আহত ২০। আটক ৩

OLYMPUS DIGITAL CAMERA

ফারুক আহমেদ, মেহেরপুর ঃ মেহেরপুরের গাংনীতে শিক্ষক-ছাত্রের সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ ২০ জন আহত হয়েছে। আহতদের কয়েকজন গাংনী হাসপাতালে ভর্তি রয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ৩জন শিক্ষক কে আটক করেছে পুলিশ। তারা হলেন,আনারুল ইসলাম,আসমত আলী ও হাসানুজ্জামান। জাপানী সাহায্যে পরিচালিত সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, গাংনী উপজেলার নন এমপিও’র শিক্ষকরা এমপিও’র দাবিতে মানব বন্ধন শেষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সন্ধানী স্কুল এন্ড কলেজ বন্ধ করার দাবিতে একদল শিক্ষক হামলা চালায় এসময় শিক্ষক ছাত্র সহ তাদের ২০ জন আহত হয়। আহতরা হলেন, শিক্ষক আক্তার হোসেন,মিজান,মতিন,আরজেল ছাত্র রেজা,মুক্তার হোসেন,ফিরোজ আহম্মেদ,খাইরুল,জব্বার,হুমায়ন আহমেদ প্রমুখ। নন এমপিও’র শিক্ষক সমিতির সাধারন সম্পদক নজরুল ইসলাম তারা জানান,আমাদের কয়েকজন শিক্ষক সন্ধানী স্কুল এন্ড কলেজ সাময়িক বন্ধ করার জন্য সেখানে গেলে তাদের উপর হামলা করা হয়। এসময় ৪ জন শিক্ষক আহত হয়। এদিকে সংঘর্ষ চলাকালে গাংনী থানার এ এসআই সম্বীত ও কনষ্টেবল রফিকুল ইসলাম আহত হয়। সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক আবু জাফর জানান,এ স্কুল টি জাপানী সাহয্য পরিচালিত হয়। স্কুল চালানোর অর্থ জাপান থেকে দেওয়া হয়। একারনে স্কুল টি বন্ধ করার কোন সুযোগ নেই। গাংনী থানার ওসি মিজানুর রহমান জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম,র‌্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার গোলাম রব্বানী শেখ ও সহকারী কমিশনার (ভূমি)ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মেহেরপুর সংবাদ