ফারুক আহমেদ,গাংনী-মেহেরপুর ঃ যৌতুকের ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জামাই ও শশুরের পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। সাইফুল ইসলাম জানান,আমার মেয়ের সাথে বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে মোটা অংকের যৌতুক দাবী করে আসছে জামাই দেলওয়ার হোসেন। কিছুদিন আগে জামাইকে একটি মটরসাইকেল দেওয়া হয়েছে। এখন সে বাড়ি করার জন্য জমি দাবী করে আসছে। তার দাবী করা জমি কিনে না দেওয়ায় আমার মেয়েকে শারিরীক ও মানসিক নির্যাতন চালায়। এ নির্যাতনের প্রতিবাদ করাই জামাইসহ তার লোকজন আমাদের লোকজনের উপর হামলা চালায়। এসময় দেলওয়ার হোসেন (২৭),মুন্জিলা খাতুন (৪৫),সেলিম (২৭),উজ্জল হোসেন (২৪),লোকমান হোসেন (৫৫),ইলিয়াছ হোসেন (১৭), শশূর পক্ষের সাইফুল ইসলাম (২৭),কিবরিয়া হোসেন (২৮),চম্পা খাতুন (৩২), আজগর হোসেন ওরফে খেড়– (৬০),হুমায়ন (৩৫),ফজিলা খাতুন (৫৪),মেহেরনিগার (৪০) মারাত্বক আহত হয়। গুরতর আহতেদর গাংনী, মেহেরপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জামাই দেলওয়ার হোসেন জানান, প্রায় ৩ বছর আগে একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে রিনার সাথে আমার বিয়ে হয়।বিয়ের পর থেকেই বিনা কারনে শশুরের পরিবারের পক্ষ থেকে আমার স্ত্রীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এবিষয়ে সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।