মেহেরপুরের গাংনীতে বিলুপ্ত প্রায় মেছো বাঘের চারটি বাচ্চা সন্ধান ॥ অবমুক্ত করেছে বন বিভাগ

মেহেরপুরের গাংনীতে বিলুপ্ত প্রায় মেছো বাঘের চারটি বাচ্চা সন্ধান ॥ অবমুক্ত করেছে বন বিভাগ

মেহেরপুর প্রতিনিধি (১৭/০৫/১৪)ঃ Pic_17.05.14_2.1-146x105
মেহেরপুরের গাংনীতে বিলুপ্ত প্রায় মেছো বাঘের সন্ধান মিলেছে। আজ শনিবার সকালে গাংনী পৌরসভা ভবনের সামনের মাঠে ধান কাটতে গিয়ে কৃষকরা চারটি বাচ্চা উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী পুরুষ মেছো বাঘ দেখতে ভিড় করেন।
খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে গাংনী সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তিনি এগুলোকে মেছো বাঘের বাচ্চা বলে সনাক্ত করেন। পরিবেশের ভারসম্য রক্ষায় মেছো বাঘের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বন বিভাগের পক্ষ থেকে ওই চারটি বাচ্চা মাঠের জঙ্গলে অবমুক্ত করা হয়।
বন জঙ্গল জজাড় হওয়ায় এই প্রাণীগুলো লোকালয়ে চলে আসছে। পরিবেশের ভারসম্য রক্ষায় বিলুপ্ত প্রায় এই প্রাণী সংরক্ষণে বাচ্চাগুলোকে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।

মেহেরপুর সংবাদ