র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্প পৃথক দুটি অভিযান চালিয়ে ২ নারীসহ ৩ জন ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে। এসময় ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। আটকরা হলেন, যশোরের কতোয়ালী থানার সম্পদপুর গ্রামের লিটনের স্ত্রী শান্তনা খাতুন (২০),ঢাকার হাজীরাবাগ থানার গোদাঘাট এলাকার আব্দুর রহমানের স্ত্রী তাছলিমা খাতুন (৩০) এবং সহড়াতলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুর রশিদ (৪৫)। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি গোলাম রব্বানী শেখ এর নেতৃত্বে র্যাব সদস্যরা গাংনী উপজেলার বামুন্দী ও সীমান্তবর্তি সহড়াতলা গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করেন। র্যাব কমান্ডার গোলাম রব্বানী জানান শনিবার ভোর রাতের দিকে মেহেরপুর থেকে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের একটি নাইটকোচে তল্লাশী চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ শান্তনা ও তাছলিমাকে আটক করা হয়েছে। তারা মেহেরপুর থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল। তারা নিয়মিত ফেনসিডিল ব্যবসা করতো বলে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদিকে শনিবার সকাল ৮ টার দিকে সহড়াতলা গ্রামের আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রশিদ এর আগেও কয়েক বার ফেনসিডিলসহ র্যাবের হাতে আটক হয়েছিল। তার নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। শনিবার বেলা ১০ টার দিকে আটকদের পৃথক মামলা সহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।