আমাদের,মেহেরপুর ডট কমঃ মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে পাজেরো জিপের চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। স্থানীয় জনতা ঘাতক পাজেরো জিপ টি গাংনী হাসপাতাল বাজারে আটক করে পুলিশে দিয়েছে। গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান,বৃহস্পতিবার দপুর সাড়ে ১২ টারদিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুর গামী একটি পাজেরো জিপ বামুন্দী বাজার পার হওয়ার সময় পথচারী আশরাফ আলী (৬০) কে ধাক্কা দিলে সে ঘটনা স্থলেই মারা যায়। ঘাতক পাজেরো জিপ ঢাকা মেট্র-ঘ -১৩-০১১১ পালিয়ে মেহেরপুর যাওয়ার পথে স্থানীয় জনতা গাংনী হাসপাতাল বাজারে আটক করে ড্রাইভার সহ থানা পুলিশের হাতে সোপর্দ করে। নিহত বৃদ্ধ আশরাফ আলী ছাতিয়ান গ্রামের মৃত আলী মন্ডলের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করেছে।