মেহেরপুরের গাংনীতে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি—- সাত দিনে ১৩ জনের বিষ পান ॥ ৪ জনের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি—- সাত দিনে ১৩ জনের বিষ পান ॥ ৪ জনের মৃত্যু

gagni map আমাদের মেহেরপুর ডট কম ঃ ঃ মেহেরপুরের গাংনী উপজেলায় বেড়েছে আত্মহত্যার প্রবণতা। গত সাত দিনে ১৬ জন নারী পুরুষ বিষ পান ও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এদের মধ্যে মারা গেছে ৪ জন। পারিবারিক কলহ, স্বামী কর্তৃক নির্যাতন ও অসুস্থ জনিত কারণে আত্মহত্যা করছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, গত ১৩ জুন গাংনীর শিমুলতলা গ্রামের আইনদ্দিন ম-লের স্ত্রী সাকিলা(২৩) অসুস্থ জনিত কারণে বিষপান করে আত্মহত্যা করে। একই দিনে মহেশপুর গ্রামের হযরত আলীর ছেলে আনিছ (১৭)প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে। ১৫ জুন মহাম্মদপুর গ্রামের মৃত কপিল উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৪০) পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। একই দিনে ধলা গ্রামের সুজন (১৬) ও তেতুঁলবাড়িয়া গ্রামের রাহেলা (২৩) বিষপান করে। ১৬ জুন আসান নগর গ্রামের রইছ উদ্দিনের মেয়ে রুশিয়া খাতুন (২৩), ভোলারদাড় গ্রামের আসাদ (২৩) ও কালিতলার মায়া(১৬) বিষপান করে। ১৭ জুন পারিবারিক কলহের জের ধরে শাহারবাটি গ্রামের জিনারুল (২৮) ও তার স্ত্রী আমেনা খাতুন (১৯) একই সাথে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ১৯ জুন পাকুড়িয়া গ্রামের লুৎফর রহমানের স্ত্রী মানষিক প্রতিবন্ধি বাছিরন (৪৩) বিষপানে আত্মহত্যা করে। একই দিনে শাহারবাটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে মিতা (১৭) বিষপান করে। ২০ জুন সকালে প্রেমে ব্যর্থ হয়ে সুমনা (১৫) নামের এক স্কুল ছাত্রী হারপিক পান করে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ বিধান চন্দ্র জানান, পারিবারিক অশান্তি, অভাব অনটন, স্বামী কর্তৃক নির্যাতন ও অসুস্থতার কারণে অনেকেই আত্মহত্যার মতো অভিশপ্ত পথ বেছে নিচ্ছেন। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হোসেন জানান, প্রেম বিরহ পারিবারিক অসচ্ছলতার কারণে অনেকেই আত্মহত্যা করে। গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, আইনগত কোন ব্যবস্থা না নেয়ার কারণেও অনেকে আত্ম হত্যা করে। আত্মহত্যার বিষয়ে পুলিশ তদন্তে গেলে পারিবারিক ভাবে বিভিন্ন ধরণের তথ্য দিয়ে বিভ্রান্ত করে ও স্থানীয় রাজনৈতিক নেতা ছাড়াও চেয়ারম্যান মেম্বরদের সহায়তায় ঘটনাটি মিমাংসা ও ধামাচাপা দেয়ার কারণে যেমনটি মামলা হয়না তেমনি আনিগত ব্যবস্থাও নেয়া হচ্ছে না। ফলে আত্মহত্যার প্রবণতা কমছে না।
মেহেরপুর সংবাদ