নির্দলীয় তত্তাবোধয়ক সরকার পূর্ণবহালের দাবিতে ও আগামী ২৫ অক্টোবর জেলা ও উপজেলায় সমাবেশ সফল করার লক্ষে পথ সভা করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল বৃহষ্পতিবার বিকাল ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে অনুষ্ঠিত পথসভায় সদর উপজেলা তৃণমূল দলের সভাপতি ওমর ফারুখ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিাসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আনছারুল হক। পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয়তবাদী আইনজিবী দলের আহবায়ক এ্যাডঃ মোখলেচুর রহমান স্বপন, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি মবিজুল হক খান হেলাল, পৌর বিএনপি‘র সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক আনারুল হক কালু। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের খুলনা বিভাগীয় ও জেলা আহবায়ক কাজী মিজান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ, সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল হক মিন্টু, যুবদল নেতা একরামুল হক একা, মীর তৌফিক এলাহি তারেক জিয় পরিষদের জেলা আহবায়ক রাশিকুল ইসলাম সহ শত শত বিএনপি‘র নেতাকম