আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুর সদর উপজেলার পুরাতন মটমুড়া গ্রাম থেকে আজ রোববার সকালে ২টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এস আই মুস্তাব আলী জানাই পুরাতন মটমুড়া গ্রামের ছহির উদ্দিনের বাড়ির লোকজন বাড়ির পাশে বোমা দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর। কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা তাজা বোমা২ টিকে উদ্ধার করে। ছহির উদ্দিন বলেন বেশ কয়েকদিন ধরে অজ্ঞাত সন্ত্রাশীরা মোবাইডল ফোনের মাধ্যেমে চাঁদা দাবি করে আসছিল। ভীতি সৃষ্টির জন্য তারা বোমাগুলে ফেলে গেছে বলে প্রাথমিকভারে ধারণা করা হচ্ছে।