মাদকদ্রব্য ও ক্রেতাসহ মেহেরপুরের বিউটিশিয়ান খ্যাত মক্ষীরাণী সীমা আটক

মাদকদ্রব্য ও ক্রেতাসহ মেহেরপুরের বিউটিশিয়ান খ্যাত মক্ষীরাণী সীমা আটক

 নয়ন আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুর শহরের আলোচিত প্রথমা বিউটি পার্লাারের বিউটিশিয়ান কথিত মক্ষীরানী সীমা ও তার ক্রেতা রুবেলকে ফেনসিডিল ও গাঁজাসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার কাজী আক্তার হোসেনের নেimgresতৃত্বে র‌্যাবের একটি দল রবিবার দিনগত রাত (সাড়ে ১২ টার দিকে) শহরের ফৌজদারী পাড়ার তার বাসা থেকে বিউটিশিয়ান সীমা ও তার ক্রেতা রুবেলকে ফেনসিডিল পান করা অবস্থায় আটক করে।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার কাজী আক্তার হোসেন জানান,গোপন সংবাদে অভিযান চালিয়ে বিউটিশিয়ান সীমার বাসা থেকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব কমান্ডার আরো জানান, আটক করার সময় সীমা তার ক্ষমতা প্রদর্শনকরে হুমকি ও মোটা অংকের টাকা দেওয়ারও প্রস্তাব দিয়েছেন ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদক আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বিউটিশিয়ান সীমা ঢাকা থেকে কয়েক বছর আগে মেহেরপুর শহরে এসে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে বিউটিশিয়ান পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

মেহেরপুর সংবাদ