ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আমাদের মেহেরপুর ডট কম .ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ পত্র জমা দেয়ার পর তিনি তার লাওস সফর বাতিল করেছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে তার সে দেশে পূর্বনির্ধারিত সফরে যাওয়ার কথা ছিল। ভারতের মন্ত্রিসভার সম্ভাব্য পরিবর্তনের দুইদিন আগে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার কর্ণাটকের স্থানীয় আদালত তাকে মাইসর ব্যাঙ্গালর এক্সপ্রেসওয়ের জমি অধিগ্রহণের বিষয়ে দুর্নীতির অভিযোগ এনেছে। ধারণা করা হচ্ছে এই কারণেই কৃষ্ণা মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে কৃষ্ণা নিজের পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন নতুনদের জায়গা ছেড়ে দিতেই তিনি পদত্যাগ করেছেন। কৃষ্ণা কর্ণাটক রাজ্যের কংগ্রেস দলীয় সাবেক মুখ্যমন্ত্রী। দলীয় সূত্র বলছে, তাকে রাজ্যে দলের মূল দায়িত্বে আনা হতে পারে।

আন্তর্জাতিক