৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে পৌর কমিউনিটি সেন্টারে এ সমাবেশে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গির বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহেরপুর-১ আসনের বিএনপির সাবেক এমপি মাসুদ অরুন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক ও মজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম. জেলা বিএপি‘র সহ- সভাপতি আলমগীর খান ছাতু, ছাত্রদল নেতা রাজিব। বিপ্লব ও সংহতি দিবসের শপথের মাধ্যমে নির্বাচনকালিন নির্দদলীয় তত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন সংগ্রাম বেগবান করার আহবান জানান বক্তারা। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেরা বিএনি‘র সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি‘র সাধারন সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, জেলা তা৭াতী দলের সভাপতি আরজুল্লা বাবলু, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তোফায়েল আহম্মেদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ।